বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার ধুনটে স্ত্রীর ওড়না পেঁচিয়ে নাফিজুর রহমান শাওন নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। সোমবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শাওন খোকশাবাড়ি গ্রামের মরহুম আব্দুল হাই শাহিনের ছেলে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানায়, এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক স্কুলছাত্রীকে বিয়ে করেন শাওন। সোমবার সকালে স্ত্রীকে স্থানীয় প্রাইভেট সেন্টারে রেখে আসেন তিনি। এরপর নিজের ঘরে ঢুকে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জেরে এ আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ধুনট থানার অফিসার ইনসার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।