শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে গরু বিক্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ

কালিহাতীতে গরু বিক্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাদারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, গত রবিবার (১২ মার্চ) মাদারিয়াপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আবুল হোসেন তার পালিত একটি গরু ৮৫ হাজার টাকায় বিক্রি করেন একই গ্রামের হযরত আলীর ছেলে একাব্বর আলীর নিকট। ক্রেতা একাব্বর আলী আবুল হোসেনকে নগদ ১৫ হাজার বুঝিয়ে দিয়ে গরু নিয়ে যায়। বাকী ৭০ হাজার টাকা বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ওই গ্রামের আজিজুর রহমানের মুদির দোকানে বসে গরু বিক্রেতা আবুল হোসেনকে বুঝিয়ে দেন ক্রেতা একাব্বর আলী। দোকানপাড় থেকে টাকা নিয়ে আনুমানিক সন্ধ্যায় ধান ক্ষেতে মাঝ দিয়ে বাড়ী ফেরার পথে একই ইউনিয়নের আদাবাড়ী গ্রামের মৃত মেগার ছেলে আকবর আলী (৫৫) ধান ক্ষেতের মাঝ পথে আবুল হোসেনকে একা পেয়ে পেছন দিক থেকে গামছা দিয়ে তার মাথা সহ মুখ ডেকে ফেলেন। তারপর আবুল হোসেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মুখ থেকে গামছা সরিয়ে আকবর আলীকে দেখতে পান। পরে আকবর আলী আবুল হোসেনকে মারপিট করে গরু বিক্রির ৭০ হাজার টাকা নিয়ে চলে যায়।

এ বিষয়ে মুদির দোকানদার আজিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যার একটু আগে আমার দোকানে একাব্বর আলী গরু বিক্রির ৭০ হাজার টাকা আবুল হোসেনকে বুঝিয়ে দিলে আবুল হোসেন টাকা নিয়ে বাড়ী দিকে চলে যায়। এ বিষয়ে গরু বিক্রেতা আবুল হোসেন বলেন, আমার বাড়ি নারান্দিয়া ইউনিয়নের মাদারিয়াপাড়া গ্রামের শেষে মাথায় চকের মাঝখানে। চকের মাঝখানে বাড়ি থাকার কারণে আমাকে অনেক ধানক্ষেত পারি দিয়ে বাড়ি যেতে হয়। ওই দিন সন্ধ্যায় গরু বেচা টাকা নিয়ে ধানক্ষেতের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। পিছন থেকে কে যেন আমাকে গামছা দিয়ে মুখ ডেকে ফেলে। আমি তাকে ধাক্কা দিয়ে গামছা সরিয়ে দেখি আদাবাড়ী গ্রামের আকবর। পরে আমাকে একা পেয়ে মারপিট করে গরু বেচা ৭০ হাজার টাকা নিয়ে দৌড়ে চলে যায়। আমার চিৎকারে লোকজন এগিয়ে আসলে ততক্ষনে সে চলে যায়। কালিহাতী থানার উপপরিদর্শক মিন্টু চন্দ্র ঘোষ এ বিষয়ে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments