মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জ থানা পুলিশের র‍্যালী

সুন্দরগঞ্জ থানা পুলিশের র‍্যালী

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সচেতনতামূলক বিশেষ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন ছাপড়হাটী, শান্তিরাম, হরিপুর, কঞ্চিবাড়ি, শ্রীপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-গ্রামসহ গণসংযোগ স্থলগুলোতে এ বিশেষ র‍্যলী পরিদর্শন করে।

এতে নেতৃত্ব দেন থানা অফিসার ইনচার্জ কেএম আজমিররুজ্জামান, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) সেরাজুল ইসলাম, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইসলাম হোসেন, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকারসহ অন্যান্য উপ-পুলিশ পরিদর্শকগণ।

এরআগে উপজেলার বামনডাঙ্গা, সোনারায়, তারাপুর, বেলকা, দহবন্দ, সর্বানন্দ, রামজীবন, ধোপাডাঙ্গা ও সুন্দরগঞ্জ পৌরসভায় এ বিশেষ র‍্যালী প্রদক্ষিণ করে। মাদক, জুয়া, সন্ত্রাস, নাশকতাসহ অপরাধ-প্রবণতা রোধে ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ শোভাযাত্রা সবগুলো ইউনিয়ন, পৌরসভার পাড়া-গ্রাম- মহল্লাসহ গণসংযোগ স্থলগুলো প্রদক্ষিণকালে জন সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments