এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট পৌর শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় বসতবাড়িতে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুলইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে পৌর শহরের নতুনহাট শেখ পাড়া মহল্লার আবু ছালাম নামে এক ব্যাক্তির টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মুহুর্তে আশপাশের ১০টি ঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণের কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক হতে পারে বলে দাবী ক্ষক্তিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অসাবধানতা বশত আাগুন লাগতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

আরও পড়ুন  সাতক্ষীরা থেকে ১ মাস আগে অপহরণ হওয়া স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক
Previous articleকলাপাড়ায় চেয়ারম্যান করছেন রাজমিস্ত্রির কাজ
Next articleমহানগরীর ফোরলেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।