জয়নাল আবেদীন: রংপুরের প্রথম শহিদ শংকু সমজদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর বৃদ্ধা মাতাকে হুইল চেয়ার দিলেন জেলা প্রশাসক ড, চিত্র লেখা নাজনীন ।

শনিবার দুপুরে নগরির কামাল কাছনা বড় মসজিদ এলাকায় সরকারি বরাদ্দপ্রাপ্ত বাড়িতে যান জেলা প্রশাসক ।এসময় তিনি শহিদ শংকুর মা‘দীপালি সমজদারের খোঁজ খরব নেন ।তখন বৃদ্ধা মাতা তাকে তাঁর নানা সমস্যার কথা তুলে ধরেন ।এসময় জেলা প্রশাসনের পক্ষ হতে তাঁর মায়ের চলাচলের সুবিধার জন্য একটি হুইল চেয়ার, ঘর সংস্কারের জন্য টিন ও ওয়াশরুম সংস্কার করে দেয়া হয় ।

ডিসি শংকুর মাকে বলেন আপনার সন্তান শংকুর বীরত্বের কথা রংপুরের জেলা প্রশাসন সহ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। ডিসি অঅরো বলেন আপনি যখন প্রয়োজন মনে করবেন আমার সাথে দেখা করবেন ।

উল্লেখ্য গত ৩ মার্চ শহিদ শংকু দিবসেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং আর্থিক সম্মানী প্রদান করা হয় ।

আরও পড়ুন  কলাপাড়ায় হামলায় জখম প্রভাষক
Previous articleরাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আরো দুটি এসটিএস
Next articleকলাপাড়ায় চেয়ারম্যান করছেন রাজমিস্ত্রির কাজ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।