শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাশিশু খাদিজাকে বাঁচাতে বাবার আকুতি

শিশু খাদিজাকে বাঁচাতে বাবার আকুতি

বাংলাদেশ প্রতিবেদক: জন্মের মাত্র চার মাস হার্টের সমস্যা ধরা পরে শিশু খাদিজার। জীবন বোঝার আগেই চার মাসের ফুটফুটে শিশুটি প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। শিশু খাদিজা কুড়িগ্রামের উলিপুরের থেতরাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কিশোরপুর বাড়াইপাড়া গ্রামের আব্দুল খালেকের একমাত্র সন্তান।

জন্মের পর থেকে ধিরে ধিরে অসুস্থ হতে থাকে খদিজা। জন্মের ২ মাস পর বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তার হার্টে ছিদ্র রয়েছে। শ্বাসকষ্ট ও অন্যান্য আরও কিছু জটিলতা নিয়ে সর্বশেষ কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, শিশুটির হার্টের ছিদ্র বৃদ্ধি পেয়েছে। তাই যত দ্রুত সম্ভব সার্জারি করলে শিশুটির জীবন রক্ষা করা সম্ভব। দিনমজুর খেটে খাওয়া পিতার পক্ষে সন্তানের এতবড় অসুখের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুসাধ্য।

খাদিজার বাবা আব্দুল খালেক জানান, আমার জমানো সঞ্চয় যা ছিল তা দিয়ে মেয়ের চিকিৎসা করাই। ডাক্তার বলেছেন, যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। এতে প্রায় খরচ লাগবে আড়াই থেকে ৩ লাখ টাকা। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো ভেবে পাচ্ছিনা। আমি দিনমজুর করে দিন এনে দিনে খাই। তিনি অশ্রুসিক্ত নয়নে আরও বলেন, মেয়েকে বাঁচাতে চাই। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা আমার মেয়েকে বাঁচান। খাদিজাকে সাহায্য পাঠাতে চাইলে তার ব্যক্তিগত বিকাশ নম্বর: ০১৯২০০০৭৫২৮।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments