মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্রের ইফতার এবং কবিতা অনুষ্ঠান

রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্রের ইফতার এবং কবিতা অনুষ্ঠান

জয়নাল আবেদীন: রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র আয়োজনে শনিবার সন্ধ্যায় ইফতার মাহফিল এবং বিশেষ কবিতা অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

পত্রিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের উপ-আঞ্চলিক পরিচালক এইচ এম শরীফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এএইচএম আব্দুর রহিম, প্রবীন কবি জোসেফ আখতার ও সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি মতিয়ার রহমান।

শুভেচ্ছা কথা বলেন অঞ্জলিকা’র প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি মো: শাহাদৎ হোসেন । এ সময় স্বরচিত কবিতা ও ছড়া পাঠ , আবৃত্তি , হামদ-নাত পরিবেশন ও আলোচনায় অংশ নেয় শরীফ আহমাদ, এমাদ উদ্দিন আহমেদ, এস এম সাথী বেগম, ডক্টর নাসিমা আকতার, তৈয়বুর রহমান বাবু, জাকির আহমদ, শামসুজ্জামান সোহাগ, তাপস মাহমুদ, অদম্য গোলাম মোস্তফা , দিনাজী সিরাজ , মতিয়ার রহমান, মিনু আরা খাতুন, ইরশাদ জামিল, নাহিদ শারমিন শান্তা, সেলিনা সাত্তার শেলী , আরিফুজ্জামান, মাহমুদ লূৎফর, আল আমিন মিসবাহ্, আহম্মেদ সোয়েব রুম্মন, মোরশেদ সারোয়ার জুয়েল, ওবায়দুল মজিদ, সাহেদা পারভীন তৃষা, ময়না মনি, সোয়েব দুলাল, জিন্নাতুন নাহার, খন্দকার লাইবা হক স্নেহা, ইশতিয়াক, জিয়াউল আলম ফারুকী, রাজু আহমেদ, আল-আমিন সমাপ্ত, মনিরুজ্জামান মনির, মিন্টু, জুয়েল আহমেদ রাহুল ও স্বপন আহমেদ। ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মকবুল হোসেন সুমন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন অঞ্জলিকার সহযোগী সম্পাদক মাহবুবুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments