বাংলাদেশ প্রতিবেদক: জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
আজ রোববার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার শাহ আলম (৩৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মন (২৭) ও পিকআপ চালক কাজল (৩৫), তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়।
জানা যায়, পিকআপটি ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পরে গাড়ি দুটি জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মালঞ্চ এলাকায় এলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
তিনি বলেছেন, ‘আজ ভোরে মালঞ্চ এলাকায় ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছে।’
ওসি আরো বলেন, লাশগুলো মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।