সুমন গাজী: গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর ইউটানের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছে। রোববার (৯ এপ্রিল) ৪ টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত হলেন, বগুড়া সারিয়াকান্ধি থানার করিতলা গ্রামের মোঃ আরিফ। সে দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে স্থানীয় স্কয়ার ফ্যাশন কারখানায় সুয়িং সেকশনের সুপারভাইজার হিসাবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৪ টার দিকে গার্মেন্টস কর্মী শ্রীপুরের এমসি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে জয়দেবপুর যাওয়ার পথে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে পিছন থেকে অজ্ঞাত গাড়ী ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে (ঢাকা মেট্টো-হ ৩৩-৭৪১৪) মোটরসাইকেলটি উদ্ধার করে।
গাজীপুর সদর মেট্রো থানার এসআই মোশারফ হোসেন জানান, গার্মেন্টস কর্মী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং আব্দুর রাজ্জাক নামে আরও একজন আহত হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।