সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeসারাবাংলাকুয়াকাটায় রাখাইনদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অনুষ্ঠিত

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। পরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বগত জানাতে কুয়াকাটায আজ মঙ্গলবার বিকেলে ‘অং হেলথ এ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের’ আয়োজনে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে এ উৎসব অনুষ্ঠিত হয়।

জলকেলিতে মাতোয়ারা ছিলো রাখাইন কিশোর কিশোরীরা। এর আগে বেলা এগারোটায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। করোনার দীর্ঘ দুই বছর পর গত বছর সল্প পরিসরে শুরু করলেও এ বছর আনুষ্ঠনিক ভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে রাখাইন পরিবারের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

কুয়াকাটা রাখাইন পল্লির মাতব্বর উচান চিন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া ৪ আসনের সংসদ আলহাজ্ব অধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,পৌর মেয়র আনোয়ার হাওলাদার, আ:লী: সভাপতি আ: বারক মোল্লা, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর হাসনাইন পারবেজ, সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments