মারুফা মির্জা: সিরাজগঞ্জের বেলকুচিতে সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের উদ্যোগে ৪শ জনের মাঝে ঈদ বস্ত্র শাড়ী-লুঙ্গি বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার শমেসপুর উচ্চ বিদ্যালয় ও বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজ চত্বরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদবস্ত্র বিতরন করেন। এ সময়এবলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় লতিফ বিশ্বাস বলেন, এ পৃথিবীতে মানুষের পাশে দাঁড়ানো সহ সমাজের উপকারে কাজ করার মত আত্বতৃপ্তের কিছু নেই। একদিকে মানুষের সন্তুষ্টি। অপরদিকে উপকারীর আত্বার প্রশান্তি। যারা মানুষের কল্যানে নিবেদিত থাকে কেবল তরোই বিষয়টি উপলব্ধি করেন। তাই আমাদের সবার উচিৎ ধর্মীয় আদর্শ মেনে সমাজের কল্যান করা। মানুষের পাশে দাঁড়ানো।