রবিবার, মে ১২, ২০২৪
Homeসারাবাংলাসাতক্ষীরায় চিংড়ি মাছের সাথে অপদ্রব্য পুশ করায় একজনের কারাদণ্ড

সাতক্ষীরায় চিংড়ি মাছের সাথে অপদ্রব্য পুশ করায় একজনের কারাদণ্ড

মাহমুদুল হাসান: সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে তপণ মন্ডল (৩২) নামে এক ব্যবসায়ীকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অপদ্রব্য পুশ করা ২৫ কেজি চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত তপন মন্ডল উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত পরিমল মন্ডলের ছেলে।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments