শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিংগাইরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। সিংগাইর থানার এএসআই মোঃ ইজ্জত আলী, এএসআই মোঃ শহিদুল ইসলাম সর্ঙ্গীয়ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চারিগ্রাম এলাকায় অভিযান চালান।

এ সময় থানাপুলিশ চারিগ্রামের মৃত মোঃ বাদশা মিয়ার ছেলে শফিকুল ইসলামকে (৫১) গ্রেফতার করেন।

থানাপুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে থানার এএসআই মোঃ ইজ্জত আলী, এএসআই মোঃ শহিদুল ইসলাম অভিযানিক একটি দল সোমবার (২৪এপ্রিল) দিবাগত রাতে চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মেট্রো-বিশেষ ট্রাইবুন্যাল দায়রা মামলা নং-১৫৮৪/২০০০, ক্যান্টনমেন্ট থানার মামলা নং- ২৪(০৫)২০০০ সংক্রান্তে বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ১৪নং আদালত, ঢাকা আদালত কর্তৃক ঘোষিত ১০(দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং তদতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী শফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে আসামীকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিংগাইর থানার এএসআই মোঃ ইজ্জত আলী জানান, ঢাকার ক্যান্টনমেন্ট থানার স্বর্ণ চোরাচালানী মামলা সাজা হয় শফিকুলের। সে দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments