শহিদুল ইসলাম: শার্শার নানার বাড়ি গয়ড়ায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে সাবিত নামে ৩ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত শিশু সাবিত শার্শা উপজেলার টেংরা গ্রামের প্রবাসি আব্দুস সালামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় ঈদের দ্বিতীয় দিন বিকালে সাবিতের মা সাবিতকে নিয়ে বাবার বাড়ি গয়ড়ায় বেড়াতে যায়।
মঙ্গলবার (২৫এপ্রিল) সকালে প্রতিবেশী বাচ্চা দের সাথে খেলতে যায় সাবিত,কিন্তু সবাই ফিরে এলেও সাবিত ফিরে না আসায় সবাই খুজতে থাকে।এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে ৩০ মিনিট খোজাখুজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।ততক্ষনে সে মারা যায়।
বাদ আসর সাবিতের পিত্রালয় টেংরা গ্রামে
জানাযা নামাজ শেষে টেংরা উত্তর পাড়া কবর স্থানে তাকে সমাহিত করা হয়।
এ ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারে চলছে শোকের মাতম।