মিজানুর রহমান বাদল: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকার বীজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহিম (২১)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার(২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলা ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকায়।
নিহত যুবকের নাম মাহিম (২১)। তার বাড়ী উপজেলার জামিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামে।
থানাপুলিশ জানায়, মাহিম শুক্রবার রাতে মোটরসাইকেল যোগে সিংগাইরের উদ্দেশ্যে ঘুরতে যায়। এ সময় ফাকা রাস্তায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকায় পৌছালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওই দিনগত রাতেই সিংগাইর থানা পুলিশ এসআই আবুল হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।