মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামাসহ ০৮ জুয়াড়িকে জুয়া খেলা অবস্থায় আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শনিবার ২৯ এপ্রিল ২০২৩ইং, শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সার্বিক দিক নির্দেশনায় এসআই/মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও এসআই/রাকিবুল হাছান সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮ এপ্রিল রাত আনুমানিক ৩ টার সময় শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার চৌমুহনাস্থ ইউনাইডেট আবাসিক হোটেল ,এর ৫ম তলার দক্ষিণ পাশে একটি রুমের ভিতর অভিযান পরিচালনা করিয়া নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ০৮(আট) জুয়ারি কে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো, কুতুব মিয়া (৪৫), পিতা-মৃত কাপাত উল্লাহ, মাতা-সামছু বেগম, সাং-কাজী বাজার (বেকামোড়া)। জনি আহম্মেদ (৩৪), পিতা-আঃ মতিন, মাতা-ছামছুন্নাহার, সাং-কদমহাটা।সায়েদ আহম্মেদ (৫০), পিতা-মৃত আছকর উদ্দিন, মাতা-মৃত সাজেয়া খাতুন, সাং-গাছটিয়া। মোঃ টিপুল মিয়া (২৮),পিতা-এলাছ মিয়া, মাতা-মিনা বেগম, সাং-শাহবন্দর। সর্বথানা-সদর, জেলা-মৌলভীবাজার।
মোঃ মোবারক মিয়া (২৭), পিতা-মৃত বাচ্চু মিয়া, মাতা-রুবিয়া বেগম, সাং-পূর্বাশা (রেলওয়ে কলোনী)। শাহ আলম (৩০), পিতা-মাশিদ মিয়া, মাতা-জরিনা বেগম, সাং-কালাপুর। হেলন মিয়া (৩০), পিতা-আঃ হামিদ, মাতা-ছায়া বেগম, সাং-সাইটুলা। মোঃ সুমন (৩৭), পিতা-আতিকুর রহমান, মাতা-লাইলী বেগম, সাং-ভাগলপুর। সর্বথানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের ইউনাইডেট আবাসিক হোটেলের ৫ম তলা থেকে জুয়া খেলা অবস্থায় ০৮ জুয়ারি কে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করা হয়। উক্ত বিষয়ে জুয়া আইনে একটি মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।