শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাগজারিয়ার রাস্তা সংস্কারে দূর্ভোগে শত শত এসএসসি পরীক্ষার্থী

গজারিয়ার রাস্তা সংস্কারে দূর্ভোগে শত শত এসএসসি পরীক্ষার্থী

লিটন মাহমুদ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা রাস্তা সংস্কার কাজ চলমান থাকায় দূর্ভোগে পড়েছে শত শত এসএসসি পরীক্ষার্থী,শত দেন দরবার করার পরেও বিকল্প পথ খুলে দিতে অনীহা প্রকাশ করেছে এপিআই শিল্প পার্ক কর্তৃপক্ষ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর দড়ি বাউশিয়া বাস ষ্টান্ড টু পোড়াচক বাউশিয়া খেয়া ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলছে,এ পথ দিয়েই বাউশিয়া ইউনিয়নের বৃহত্তর পোড়াচক বাউশিয়া গ্রামের অর্থাৎ ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ড ও গুয়াগাছিয়া ইউনিয়ন এর একাধিক গ্রামের জনসাধারণ চলাচল করে থাকে।সংস্কার কাজ চলমান থাকায় এই রুটে সাধারণ মানুষের যাতায়াতের জন্য কোন পরিবহন ব্যবস্থা নেই । সাধারণ মানুষের পায়ে হেটেই এপথে চলাচল করতে হচ্ছে গত একমাস ধরেই। তাই এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা নিয়ে অভিভাবকেরা পরেছে চরম বিপদে, বিকল্প পথ হিসাবে এপিআই শিল্প পার্কের রুটটি ব্যবহার করতে চেয়েছিল পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয় এর ১৭৪ জনসহ গুয়াগাছিয়া ইউনিয়ন এর শতাধিক পরীক্ষার্থী’রা কিন্তু এরুট ব্যবহার করতে দিচ্ছেনা এপিআই কর্তৃপক্ষ।যার ফলে আজ পরীক্ষা শেষে দেখা গেছে শত শত পরীক্ষার্থী প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেটে বাড়ি ফিরছেন।পরীক্ষা শেষে বাড়িতে ফেরা পোড়াচক বাউশিয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী তাজরিন আহম্মেদ বলেন,হেঁটে যেতে হবে তাই পরীক্ষা শুরুর আড়াই ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়েছি আবার পরীক্ষা শেষে এই দেড় কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরলাম অথচ বিকল্প পথটা খোলা থাকলে এক ঘন্টা আগে বের হলেই হতো।

এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সা:সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব হতাশ কন্ঠে বলেন, এবারের এসএসসি পরীক্ষার্থীদের শুভ কামনা জানানোর হিরিক পড়েছে গজারিয়ার ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের।অথচ তাঁদের দূর্ভোগ লাগবে এগিয়ে আসে নাই কেউ।

এ বিষয়ে বাউশিয়া ইউপি চেয়ারম্যান মো:মিজানুর রহমান প্রধান বলেন,এসএসসি পরীক্ষার্থীদের দূর্ভোগ লাগবে এপিআই শিল্পপার্কের ভিতরের রাস্তাটি খুলে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করলেও তাদের দাম্ভিকতা চোখে পড়েছে।বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি আশা করি তাঁরা পথটা খুলে দিবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments