শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাভর্তিচ্ছুদের ফুল দিতে আসা ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

ভর্তিচ্ছুদের ফুল দিতে আসা ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে’ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষে ভর্তিচ্ছুদের ফুল দিতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছে ছাত্রদল। হামলায় কয়েকজন ছাত্রদলকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি। শনিবার দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শেষে শিক্ষা চত্বরের পাশে কার্জন হলের গেটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বিজয় একাত্তর হল শাখা ছাত্রদল কর্মী আব্দুল্লাহ তালুকদার সাব্বির, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জারিফ হাসান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের আতিক ইশরাক।

তাদের মধ্যে সাব্বির গুরুতর আহত হয়েছেন। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। সবাইকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া দু’জনকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে দাবি করেছে ছাত্রদল। তারা হলেন, ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক। তবে এ বিষয়ে জানতে শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদকে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।

হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সমকালকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ফুল দিতে এসেছি। ফুল দিয়ে চলে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন কর্মী আহত হয়। এদের মধ্যে একজনকে তারা আটকে রেখেছে। তবে হামলাকারীদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি বলে জানান তিনি।
ঘটনাস্থলে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন সমকালকে জানান, আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কার্জন হলের ডানের গেটে ফুল দিতে এসেছিলাম। ফুল দেওয়া শেষে চলে যাওয়ার সময় ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে।

তবে হামলার বিষয় অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মাজহারুল কবির সমকালকে বলেন, ছাত্রলীগের কর্মীরা ভর্তিচ্ছুদের সেবায় নানা কার্যক্রমে জড়িত ছিল। ছাত্রদল নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটিয়েছে।

তানভীর হাসান সৈকত বলেন, ‘ছাত্রদলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাদের মধ্যে দুইটি গ্রুপ রয়েছে। তারা আলাদা আলাদা ফুল দিতে গিয়ে ওদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটাই সত্য।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments