বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশী

শহিদুল ইসলাম: ভারতে দুই বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছে শিশুসহ ৫০জন বাংলাদেশী নারী-পুরুষ। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রাবিয়া খাতুন, শাকিল উদ্দিন, মরিয়ম খাতুন, সাথী রানী জেসমিন আক্তার, জোনায়েদ ইসলাম, আঁখি রানী দাস সরকার, জুহি রানী দাস, হিবা শেখ, সামিয়া খাতুন, সজিব মিয়া, মাসুদ রানা, তাজিবা ইসলাম তানহা, মঙ্গোল দীপ মণ্ডল, রুহুল আমিন হিরো, রহুল ইসলাম আলী, মাফুজ মোল্লা, রুমা খাতুন, করিমা আক্তার, নয়ন বালা রফিকুল ইসলাম সাকিব, সবুজ, বিউটি আক্তার, মীম মন্ডল তানহা, আকলিমা খাতুন জমিলা, আবু কাউসার সাহেদ, আমিনুর ইসলাম, মাহমুদা আক্তার, স্বর্থ বসু, সেতু রানী, প্রিয়শী রানী দাস, শ্যামলী, মুন্নি আক্তার, লিজা আক্তার, অনিক কুমার মন্ডল, চিরঞ্জীত তরফদার, রিয়াজ, প্রদীপ কুমার দাস, সহন সরদার, রাজকুমার পাল, সুমন মোড়ল, ফয়সাল হোসেন, মাহিন ফকির মহিম, জোবায়ের আহমেদ, তিশা রানী, রুমা খাতুন, হাসি খাতুন, রাবেয়া খাতুন,পারভীন আক্তার, শাহ কামাল ও রাজিব উদ্দিন।

ফেরত আসাদের বাড়ী দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, অবৈধপথে ভারতে পাড়ি জমিয়ে তারা ভারতের মুম্বাই ও কলকাতার বিভিন্ন শহরে গিয়ে নানা ধরনের পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে তাদের ২ বছর কারাদন্ড দেয়া হয়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও সংস্থা নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments