মিজানুর রহমান বুলেট: মহিপুর থানার নবাগত ওসি মো. ফেরদৌস খানের সঙ্গে মহিপুর থানার সকল সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. ফেরদৌস খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।
পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারি নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব , কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. মাহতাব হাওলাদার কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কাজী সাইদ, মহিপুর প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি হাবিবুর মাসুদ, সদস্য লুতফর রহমান রানা।