বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeসারাবাংলাস্কুলছাত্রকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে কাঁদলেন সহপাঠী-শিক্ষকরা

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে কাঁদলেন সহপাঠী-শিক্ষকরা

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে বাকবিতন্ডার জের ধরে নবম শ্রেণীর স্কুলছাত্র সিহাব আলীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখেন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অঝোরে কান্নায় ভেঙে পড়েন নিহত স্কুলছাত্র সিহাবের বাবা-মাসহ সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যার সাথে জড়িত আসামীদের আটক করতে পারেনি পুলিশ। সাইকেল চালানো নিয়ে দ্বন্দ্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা চাই, পুলিশ আসামীদের আটক করে নিহতের পরিবারের সদস্যের ন্যায়বিচার দিতে সহযোগিতা করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্লভপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, সহকারী শিক্ষক শাহিন আলী, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, ইউপি সদস্য শাহজাহান আলী, নিহত স্কুলছাত্র সিহাব আলীর বাবা সাইদুর রহমান, মা সুফিয়া বেগম, স্থানীয় বাসিন্দা মুকুল ইসলামসহ শিক্ষার্থীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments