বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Homeসারাবাংলাসাতক্ষীরা পৌরসভায় পানির বিল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা পৌরসভায় পানির বিল বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মাহমুদুল হাসান: সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুণ বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পৌরবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রেজাউল ইসলাম রাজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আছাদ আহমেদ অঞ্জু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার প্রমুখ।

বক্তারা বলেন, পৌরসভা সরবরাহকৃত পানি কখনোই নিয়মিত পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া গেলেও তা ব্যবহার অযোগ্য। পৌরবাসী কোনো উপায় না পেয়ে বিভিন্ন কোম্পানির পানি ক্রয় করতে বাধ্য হচ্ছে। সুপেয় পানির সংকটে যখন সাতক্ষীরা পৌরসভার মানুষ দিশেহারা ঠিক তখনই কোনো প্রকার আলাপ-আলোচনা ছাড়াই পানির দাম তিন গুণ বৃদ্ধি করেছে পৌর কর্তৃপক্ষ। যা খুবই দুঃখজনক। বক্তারা অবিলম্বে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments