বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলাতাহিরপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

তাহিরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (১৮ইজুন)রবিবার সারা দেশের ন্যায় তাহিরপুর উপজেলা স্বাস্যা কমল্পেক্সের আয়োজনে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে,জাতীয় এ-প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার আল মামুনপ্যারামেডিক্যাল অফিসার ডাক্তার বিপ্লব, উপজেলার হেলথ্ ইন্সপেক্টর রফিকুল ইসলাম, হেলথ্ স্যানেটারী ইন্সপেক্টর লোকমান হোসেন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার মির্জা রিয়াদ হাসান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করতে আহবান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যসুত্রে জানাযায় এ উপজেলার ১শত ৯২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে,(৬-১১মাস ৩৮হাজার একশত জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ- সেবা কার্যক্রমে ৪শত ৯৬ জন সেচ্ছাসেবীসহ উপজেলার স্বাস্থ্য কর্মীরা অংশ গ্রহণ করেছেন। এ সেবা সকাল ৮ থেকে শুরু হয়েছে, চলমান থাকবে,বিকাল ৪টা পর্যন্ত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments