অতুল পাল: পটুয়াখালীর বাউফল উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু্ই ব্যক্তি দগ্ধ হয়েছেন। এর মধ্যে এক ব্যক্তির ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বগা বাজারের হাওলাদার ওয়ার্কশপে এ ঘটনা ঘটেছে।
বাউফলের বগা বন্দরের ইউনিক কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কাছে সোহাগ হাওলাদার নামের এক ব্যাক্তির ওয়ার্কশপে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মালিক সোহাগ হাওলাদার (৩০) ও ওয়ার্কশপের হেডমিস্ত্রী লিটন(৩৬) দগ্ধ হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকেওই ঘটনা ঘটেছে। বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান জানান, ঘটনার সময় হেড মিস্ত্রী লিটন ঝালাই কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফারণ হয়। এসময় সোহাগ ও লিটন দগ্ধ হয়। গ্যাস সিলিন্ডারের লোহার পাতগুলো টুকরো টুকরো হয়ে ওয়ার্কশপের দেয়াল ভেদ করে পাশের ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি জানালার থাই গ্লাসে আঘাত হানে।