মোঃ শাহীন আলম: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে কলার ভেলা তীব্র স্রোতে উল্টে গিয়ে রাজু মিয়া (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ওই যুবক ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
বুধবার দুপুরে উপজেলার নাওহাটা মোতাহার বাজার এলাকায় সানিয়াজান নদীতে তিন যুবকসহ ভেলায় চড়ে নদী পাড় হাওয়ার সময় উল্টে গিয়ে রাজু মিয়া নিখোঁজ হয়েছেন।
নাওহাটা মোতাহার বাজার এলাকায় পানির তীব্র স্রোতে কচুরিপানায় ধাক্কা লেগে ভেলা উল্টে গেলে রাজু মিয়া ডুবে যায়।
এবিষয়ে স্হানীয়রা দুই যুবকে খুজে পেয়ে,অন্য জনকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডুবুরি না থাকায় ফিরে যান। তবে তারা জানিয়েছেন ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল আসলেই উদ্ধার কাজ শুরু হবে।