বাংলাদেশ প্রতিবেদক: সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে সকালে পাঁচবিবি পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বারোয়ারী চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বারোয়ারী চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতিদ্বয় সানোয়ার হোসেন, জাহিদুল আলম বেনুরে, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক বাবু সুমন কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তিসহ উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে পাঁচবিবি পৌর আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা বিপ্লবী বাঃ আব্দুল কাদের চৌধুরী উদ্যান ( পৌর পার্ক)এ অনুষ্ঠিত হয়ে।
এতে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, পৌর সম্পাদক ওবায়দুর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহজ আরো অনেকে।