বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
Homeসারাবাংলাপানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভার সামনে গণঅবস্থান, বিল না দেওয়ার ঘোষণা

পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা পৌরসভার সামনে গণঅবস্থান, বিল না দেওয়ার ঘোষণা

মাহমুদুল হাসান : সাতক্ষীরা পৌরসভা কর্তৃক একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ। রোববার (২৫ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবানে এই গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা।

এসময় বিক্ষোভরত মানুষ বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা দেওয়ার পাশাপাশি আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে ১২ জুলাই সাতক্ষীরা পৌরসভা ঘেরাও করার হুশিয়ারি উচ্চারণ করে। এসময় উদীচী শিল্পগোষ্ঠীর সদস্য প্রতিবাদী গান পরিবেশন করে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষকে উজ্জীবিত করে তোলে। গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।

নাগরিক নেতৃবৃন্দ বলেন, মিটার না থাকায় সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ট একটি টিনসেড বাড়ির পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পাইপ লাইন থেকে সরাসরি পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments