বিমল কুন্ডু: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গো- সম্পদ সমৃদ্ধ সিরাজগঞ্জের শাহজাদপুরে কোরবানীর জন্য লক্ষাধিক গবাদিপশু হৃষ্টপুষ্টকরন করা হয়েছে। দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে হৃষ্টপুষ্ট করা দেশী ও বিদেশি জাতের ফ্রিজিয়ান, শাহীওয়াল, শংকর, জার্সি সহ বিভিন্ন জাতের ষাড় গরু ইতিমধ্যেই কোরবানির পশুর হাটে বিক্রয় শুরু করেছে খামারিরা। খামারিরা জানান হৃষ্টপুষ্ট করা গরুগুলো উপজেলার তালগাছি, নরিনা, পাড়কোলা, নগরডালা, জামিরতা ও কৈজুরি পশুর হাট সহ উল্লাপাড়া উপজেলার গ্যাসের হাট ও বোয়ালিয়া এবং পাবনার বেড়া উপজেলার চতুর আলি পশুর হাটে বিক্রি করার জন্য নেয়া হচ্ছে। তবে এসব গরু আশানুরূপ দামে বিক্রি করতে খামারি ও ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে।
এদিকে গো- খাদ্যের মূল্য বেড়ে যাওয়ায় গরু লালনপালন করে হৃষ্টপুষ্টকরন ব্যয় বেড়ে গেছে। ঈদুল আজহার মাত্র কয়েকদিন বাকী রয়েছে। এদিকে পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু আমদানি হলেও ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। ফলে হৃষ্টপুষ্ট করা বিভিন্ন জাতের গরু আশানুরূপ দামে বিক্রি করতে পারবেন কিনা এনিয়ে খামারিদের অনেকেই নানা শঙ্কায় ভুগছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বৃহত্তম দুগ্ধ কারখানা মিল্কভিটা উপজেলার বাঘাবাড়িতে অবস্থিত। মিল্কভিটাকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলার ১ টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে ছোট বড় প্রায় ১৫০০ শত গো- খামার গড়ে উঠেছে। অধিকাংশ গো- খামারে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিভিন্ন জাতের ষাড় গরু হৃষ্টপুষ্ট ও মোটাতাজাকরন করা হয়েছে। এসব গো- খামারে সর্বনিম্ন ৫ টি থেকে সর্বোচ্চ ৩৫ টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়াও ব্যাক্তিগতভাবে অনেকেই ঈদুল আজহাকে সামনে নিজস্ব পুজি ও বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে ৮ থেকে ১০ মাস আগে নানা জাতের গরুর বাছুর কিনে লালনপালন করে তা বিক্রি জন্য ব্যস্ত সময় পার করছে। এলাকার খামারিরা জানান গো – খাদ্যের দাম দ্বিগুন বেড়ে যাওয়ার এবছর গরু লালনপালন ও মোটাতাজা করতে অনেক বেশী ব্যয় হয়েছে। তারা বলেন লাভের আশায় পুজি বিনিয়োগ করে ৮/১০ মাস ধরে গরু লালনপালন করে হৃষ্টপুষ্ট করেছেন। কিন্তু বিভিন্ন পশুর হাটে গরুগুলো বিক্রির জন্য নেয়া হলেও কাঙ্খিত দামের ক্রেতা পাওয়া যাচ্ছে না। এলাকার খামারিদের সাথে কথা বলে জানা গেছে, হৃষ্টপুষ্ট করা অধিকাংশ গরু উপজেলার সর্ববৃহৎ তালগাছি পশুর হাট সহ ১০ টি পশুর হাটে বিক্রি হয়ে থাকে। অন্যদিকে ৩ থেকে ৫ লাখ টাকা দামের গরু পাইকাররা কিনে নিয়ে নদী পথে ঢাকার বিভিন্ন পশুর হাটে বিক্রি করে থাকে। কিন্তু ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটগুলো জমে ওঠলেও ক্রেতার সংখ্যা কম হওয়ায় খামারিদের মধ্যে নানা শংকা দেখা দিয়েছে।
উপজেলার রেশমবাড়ি গ্রামের গো- খামারি আব্দুস ছালাম ব্যাপারী জানান, চলতি বছর তার খামারে কোরবানির জন্য ৩৫ টি গরু হৃষ্টপুষ্ট ও মোটাতাজাকরন করা হয়েছে। তিনি জানান, তার খামারের গরু নদীপথে ঢাকার ফতুল্লা পশুর হাটে বিক্রির জন্য পাঠানো হয়েছে। অপরদিকে উপজেলার গাড়াদহ গ্রামের গো-খামারি শহিদুল ইসলাম ঠান্ডু জানান, এ বছর তিনি তার ফার্মে ১২ টি ষাঁড় গরু লালন পালন করছেন। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় এখনও বিক্রি করতে পারেননি। চড়পাড়া গ্রামের খামারি সাদ্দাম হোসেন ১৪ টি ষাড় গরু লালনপালন করে হৃষ্টপুষ্ট করছেন। প্রতিটি ষাড়ের দাম ৩ লাখ টাকা হাঁকলেও উপযুক্ত মূল্যের ক্রেতা পাওয়া যাচ্ছে না।
উপজেলার ঘোষ শ্রীফলতলা গ্রামের গরু ব্যবসায়ী হেলাল উদ্দিন, জাফর আলি ও ফরিদ উদ্দিন জানান, প্রতিবছর তারা বিভিন্ন খামার থেকে ৩ শতাধিক গরু কিনে ঢাকার বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন। চলতি বছর দাম বেশী হওয়ায় গরু কিনতে হিমশিম খাচ্ছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শাহজাদপুরে লক্ষাধিক পশু প্রস্তুত করেছে খামারিরা। এর মধ্যে ষাঁড় গরু ৭৬ হাজার ৮৩৪ টি, ছাগল ২১ হাজার ৩৬৫ টি এবং ভেড়া রয়েছে ১৩ হাজার ৬৪৬ টি। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ষাঁড় হৃষ্টপুষ্ট করার কাজে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও ভ্যাকসিন প্রদান করার মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়েছে। ঈদুল আজহার আগেই এসব গবাদিপশু বিক্রি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।