মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeসারাবাংলারাজশাহীতে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

রাজশাহীতে মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে মুক্তিপণ না পেয়ে আনিকা (৮) নামের অপহৃত এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) ভোরে মহানগরীর শাহ মখদুম থানার ছোট বনগ্রামের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অপহৃত আনিকা মহানগরীর শাহ মখদুম থানা নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। জানতে চাইলে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যার দিকে নওদাপাড়ায় থেকে আনিকাকে অপহরণ করা হয়। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। ঘটনা তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ তাকে অপহরণ করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে অপহরণকারী পলাশ জানায়, মুক্তিপণের টাকা না দেওয়ায় শিশু আনিকাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে। পরে পলাশকে সঙ্গে নিয়ে শিশুটির লাশ উদ্ধারে অভিযানে নামে পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments