রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলারাজশাহীতে কমলো কাঁচা মরিচের দাম

রাজশাহীতে কমলো কাঁচা মরিচের দাম

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীতে একদিনের ব্যবধানে ২০০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম। সোমবার (৩ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন বাজারে ৩৮০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

সরেজমিনে দেখা গেছে, বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। তবে খুচরা বিক্রেতারা খুব কম পরিমাণে মরিচ কিনে নিয়ে যাচ্ছেন। নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের বিক্রেতারা রানা ইসলাম বলেন, গত মাসে রাজশাহীতে প্রচ- তাপদাহ ও বৃষ্টির কারণে মরিচ সরবরাহ কমে গেছে। ফলে বাজারে দাম বেড়েছিল ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে।

নগরীর সাহেব বাজারের খুচরা বিক্রেতা বাবু বলেন, গতকাল মরিচ কিনেছি ৫৫০ টাকা কেজি। বিক্রি করেছি ৬০০ টাকায়। আজ পাইকারি কিনেছি ৩৫০ বিক্রি করবো ৪০০ টাকা কেজিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার আট উপজেলা ও মহানগরীতে ৮৫০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি মরিচ চাষ হয় বাগমারা উপজেলায়। এখানে ২৪০ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে গোদাগাড়ী। সেখানে মরিচের আবাদ হয়েছে ১৯৫ হেক্টর জমিতে।

এছাড়া পবা উপজেলায় ৭০ হেক্টর, দুর্গাপুর উপজেলায় ৭৫ হেক্টর, মোহনপুর উপজেলায় ৪০ হেক্টর, চারঘাট উপজেলায় ২৫ হেক্টর, পুঠিয়া উপজেলায় ১০০ হেক্টর, বাঘা উপজেলায় ৮০ হেক্টর এবং তানোর উপজেলায় ১০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এছাড়াও শহরের বোয়ালিয়া ১৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। জেলার বাজার মনিটরিং কর্মকর্তা মনোয়োর হোসেন বলেন, তাপদাহে ক্ষেতের অনেক মরিচ নষ্ট হয়ে গেছে। গাছ মরে গেছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এখন আমদানি শুরু হওয়ায় আবারও দাম কমতে শুরু করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments