রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeসারাবাংলারংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দ্বি-বার্ষিক নির্বাচন ৬ জুলাই

রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দ্বি-বার্ষিক নির্বাচন ৬ জুলাই

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে ব্যাসায়িদের শীর্ষ বানিজ্যিক সংগঠন রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দ্বি-বার্ষিক নির্বাচন ৬ জুলাই অনুষ্ঠিত হবে। এদিকে এই নির্বাচন নিয়ে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা রংপুর জেলার ৮ উপজেলার ব্যবসায়ি ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

রংপুর রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দু‘ধরনের ভোটার রয়েছেন । জেনারেল এবং এসোসিয়েট । জেনারেল ১২টি পদে ১৬জন এবং এসোসিয়েট ৬টি পদে ৮জন মোট ১৮টি পদে ২৪জন প্রতিদ্বিতা করছেন। আর এই ১৮টি নির্বাচিত পরিচালক পদ থেকে পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। জেনারেল ৬শ৬০ ভোট আর এসোসিয়েট ৪শ২৬ মোট ১হাজার ৮৬ জন ভোটার সকাল ৯টা খেকে বিকেল ৪টা পর্যন্ত নগরির তিলোত্তমা হেটেলে ভোট প্রদান করবেন ।

জেনারেল পদে যে ১৬জন প্রতিদ্বিতা করছেন তারা হলেন সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ি ঐক্য পরিষদ প্যানেল মো: এমদাদ হোসেন,মো: সামসুর রহমান কোয়েল, মো: তৌহিদ হাসান, সম্মিলিত ব্যবসায়ি পরিষদ জাভেদ হাসান, মো: দেলোয়ার হোসেন, সানোয়ার হোসেন, মো: মোজাম্মেল হক. দেবব্রত সরকার, মো: আকবর আলী, মো: আজিজুল ইসলাম মো: সাইফুল আলম, মো: তাইফুর রহমান, খোন্দকার মাহমুদ এলাহী খান বিপ্লব, আসিফ জোয়ারদার, আলতাফ হোসেন এবং স্বতন্ত্র কামাল হোসেন। এসোসিয়েট ৬পদে লড়ছেন ৮জন তারা হলেন সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ি ঐক্য পরিষদ মো: রশিদুস সুলতান বাবলু , এএনএম তারিক এটম, সম্মিলিত ব্যবসায়ি পরিষদ সরওয়ার জাহান মানিক, মো: হারুণ অর রশিদ, আবু হেনা মো: রেজওয়ানুল করিম, মো: রেজাউল ইসলাম রেজা , মো: সাবিহুল হক. এবং হাসান মাহবুব আখতার ।

রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীজের দ্বি-বার্ষিক নির্বাচন ৬ জুলাই

উল্লেখ্য বানিজ্য সংগঠন রংপুর চেম্বার নির্বাচনে প্রায় এক‘শ নারী ভোটার থাকলেও পরিষদে একজন নারী প্রার্থীকেও খুজে পাওয়া যায়নি । এ প্রসঙ্গে কেউ কেউ বলছেন ক্ষুদ্র কিম্বা বৃহৎ প্যানেল করে নির্বাচনে প্রতিদ্বিতা করা হলেও নারীদের ইচ্ছে করে রাখা হয়নি । অথচ এরাই বিভিন্ন অনুষ্ঠানে নারীর জেন্ডার ব্যালেন্স নিয়ে কথা বলেন । নিবার্চন পরিচালনার জন্য ৬সদস্যের বোর্ড গঠিত হয়েছে। এরমধ্যে নির্বাচন পরিচালনায় রয়েছেন ১জন চেয়ারম্যান এবং ২জন সদস্য আর আপীল বোর্ডে ১জন চেয়ারম্যান ২জন সদস্য। ৬ জুলাই‘র নির্বাচনে কোন প্রকার আইনশৃংখলার অবনতি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে ইতোমধ্যে নির্বাচন পরিচালনা বোর্ড থেকে জেলা এবং বিভাগীয় প্রশাসন ছাড়াও র‌্যাব ১৩ এবং মেট্রেপলিটন পুলিশ প্রশাসনের কাছে লিখিত ভাবে সহযোগিতা চাওয়া হয়েছে ।এদিকে এই নির্বাচনে অন্যতম ভোটার হচ্ছেন ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু তিনি রংপুরে অবস্থান করছেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments