বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

বাংলাদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। তাদের মধ্যে দু’জন শিশু রয়েছে।

সোমবার রাতে ফিলাডেলফিয়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংসেসিং এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার লন্ডনভিত্তিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলাডেলফিয়া পুলিশের মুখপাত্র মিগুয়েল টোরেস জানিয়েছেন, আহত দুই শিশুর একটির বয়স ২ বছর, অপরটির ১৩ বছর। হতাহত ব্যক্তিদের সবাই পুরুষ।

তিনি আরো বলেন, বন্দুকধারীর হামালায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে তিনি এ ব্যাপারে আর বিস্তর জানাননি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নগরীর পূর্বাঞ্চলের কিংসেসিং পাড়া থেকে বুলেট-প্রুফ ভেস্ট পরিহিত একজনকে আটক করেছে এবং একটি গলিতে একটি রাইফেল, একটি হ্যান্ডগান এবং গোলাবারুদের অতিরিক্ত ম্যাগজিন উদ্ধার করেছে।

উল্লেখ্য, আর্কাইভ অনুসারে আমেরিকায় এখন পর্যন্ত ৩৩৯টি বন্দুক হামলা ঘটেছে।

সূত্র : রয়টার্স ও অন্যান্য

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments