আহম্মদ কবির: সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ কাঁচা মরিচ ও আদার অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
জেলা প্রশাসকের মিডিয়া সেল জানায় মঙ্গলবার(৪জুলাই)সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নির্দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ কাঁচা মরিচ ও আদার অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে জেলার এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এর নেতৃত্বে সুনামগঞ্জ পৌরসভার জগন্নাথবাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী একটি মামলায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মাহবুব আলম জানান জনস্বার্থে এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।