শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
Homeসারাবাংলাবিএনপির পদযাত্রায় লোকে লোকারণ্য ঢাকা

বিএনপির পদযাত্রায় লোকে লোকারণ্য ঢাকা

আজকের বাংলাদেশ: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। দলটির এ যাত্রা আব্দুলাহপুর হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে লোকে লোকারণ্য ঢাকা মহানগরের সড়কগুলো।

এদিকে, একইদিন বিকেলে শোভাযাত্রা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এজন্য রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে সাতরাস্তায় জড়ো হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতেও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতরাস্তায় সমাবেশ শেষে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে দলটি। এরই মধ্যে সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছে ক্ষমতাসীন দলটি। পাশাপাশি চারদিকে মাইক দেয়া হয়েছে। মাইকে কর্মসূচির ঘোষণার পাশাপাশি মিছিল নিয়ে আসা শাখার নেতাকর্মীদের অভিবাদন জানানো হচ্ছে।

এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচি কেন্দ্র করে মহাখালী-মগবাজার সড়কে যানচলাচল সীমিত হয়ে গেছে। কোথাও বন্ধ করে দেয়া হয়েছে যানচলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

অপরদিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত অসংখ্য বিএনপি নেতাকর্মীর উপস্থিতির কারণে ওই মহাসড়কও স্থবির হয়ে পড়েছে। এখানেও যানজট ও ভ্যাপসা গরমে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

সাধারণ যাত্রীরা বলছেন, পদযাত্রা যেসব এলাকা দিয়ে এগোচ্ছে, সেসব এলাকায় সিগন্যাল মোড়গুলাতে যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে আশপাশের সড়কগুলোতে। ফলে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে।

যানজটের শিকার আলিফ দেওয়ান বলেন, আবদুল্লাহপুর থেকে আমি বাড্ডায় এক কাজের জন্য রওনা দিয়েছেন। ঘণ্টার পর ঘণ্টা বসে ছিলেন বাসে। বাস থেকে নেমে মোটরসাইকেলে উবার করে বাড্ডায় এসেছি। তবে অনেক টাকা গুনতে হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার গাবতলী থেকে দয়াগঞ্জ পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। অপরদিকে, মৎস্য ভবন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি পর্যন্ত শোভাযাত্রা পালন করে ক্ষমতাসীন আওয়ামী

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments