সুমন গাজী: জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত। নন্দনকানন নুহাশপল্লীতে পরিবারের স্বজন ও ভক্ত শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন দিনটিকে।
বুধবার (১৯ জুলাই) লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদের উপস্থিতিতে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করা হয়। এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল।
হুমায়ূন আহমদের স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদ চলে গেছেন ১১ বছর। এখনো হুমায়ূন আহমেদের নাটক যদি ইউটিউব বা চ্যানেলে চলে আমরা শেষ না করে উঠতে পারিনা। তবে খুবই দুঃখজনক হলেও সত্য হুমায়ূন আহমদের বহু নাটক, সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে কোন রকম চুক্তিপত্র ছাড়াই তার সৃষ্টিকর্ম চালানো হচ্ছে। হুমায়ূন আহমেদ বেঁচে থাকতেও নেয়নি, মৃত্যুর পর তার উত্তরাধিকার কারও সাথে চুক্তি বা মৌখিক অনুমতি নেয়নি। দেশের এসব প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম কতৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি, উকিল নোটিশ পাঠিয়েছি কিন্তু তারা এটি গ্রহণ করেননি এবং আমাদের সাথে যোগাযোগ করেননি।
তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদ যখন মারা যায় তখন আমার বড় ছেলের বয়স সাড়ে পাঁচ বছর এবং ছোট ছেলের বয়স দেড় বছর ছিল। তখন ওরা বাবার অভাব ও প্রয়োজন তেমন বুঝতেন না। তবে এখন ওরা বড় হয়েছে। বড়ছেলে এখন বুঝে একজন মানুষ হুমায়ূন আহমেদ নামটির কি ভার। মাঝেমধ্যে ও মন খারাপ করে বসে থাকে। ও বলে যদি বাবাকে পেতাম তাহলে অনেক গল্প করতাম, অনেক কিছু শিখতাম। এই যায়গাটায় আমাকে থমকে দেয়। তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদ কতো যে চমৎকার সব গল্প করতেন সন্ধার পর যখন বন্ধুদের সাথে গল্প করতেন সেই আড্ডায় ছলে কতশত জ্ঞানের কথা বলতেন এখন তিনি না থাকায় আমাকে ভাবায়। হুমায়ূন আহমেদ তার বাবাকে স্মরণ করে তার এলাকায় শহিদ স্মৃতি বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করেন। সেই স্বপ্নের স্কুল থেকে এখন ভালো রেজাল্ট আসছে। তার স্বপ্ন ছিল এটি কলেজ হবে, বিশ্ববিদ্যালয় করার৷ সম্প্রতি আমরা স্কুল কতৃপক্ষের সাথে মিটিং করেছি সেখানে সিদ্ধান্ত হয়েছে সেই স্কুলটি কলেজে রুপান্তরের পরিকল্পনা করা হয়।
হিমু পরিবহনের হেলপার প্রিতম বলেন, বাংলাদেশের সবাইকে ক্যান্সার বিষয়ে সচেতন করা। এছাড়াও বইপড়া ও বৃক্ষরোপণ করা হয়ে থাকে। তবে আমাদের মুল কাজটি হয়ে থাকে লিফলেট বিতরণ করে ক্যান্সার বিষয়ে সচেতন সৃষ্টি করা। হিমু পরিবহনের হেলপার রফিক বলেন, আমি ভৈরব থেকে সকালে ঢাকা যাদুঘরের সামনে আসি। এরপর সেখান হতে ৫১ জন হেলপার নিয়ে নুহাশ পল্লীতে আসি৷ আমরা হুমায়ূন স্যারকে হৃদয়ে লালন করি, স্মৃতিচারণ করি। আমরা হিমু পরিবহনের প্রতিটি হেলপার হুমায়ূন স্যারের চরম ভক্ত।
হুমায়ূন ভক্ত লামিয়া আক্তার বলেন, প্রতিবছর হুমায়ূন স্যারের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে আসি। স্যারের প্রতিটি বই আমি পড়েছি এবং একাধিকবার। স্যার শিখিছেন কিভাবে কল্পনায় স্বর্গীয় সুখ অনুভব করা যায়।
জামালপুর এলাকার স্কুল শিক্ষক মোস্তফা বলেন, হুমায়ূন স্যার মৃত্যু পর থেকে প্রতিটি জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে এখানে আসি। আমি বাংলা শিক্ষক আর স্যারকে আমি অন্তরে লালিত করি। আমার কষ্টের বিষয় স্যারকে কখনো সামনাসামনি দেখিনি৷ স্যার যখন মারা যায় তখন নুহাশপল্লী চিনতাম না, এজন্য কবর দিতে পারিনি। প্রতিবছরের মতো এবারও নুহাশ পল্লীতে মিলাদ ও কোরআন খতম আয়োজন করা হয়। পরে দুই শতাধিক এতিমদের দুপুরে খাবার খাওয়ানো হয়।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। পরে তাকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী তার স্বপ্নের নুহাশ পল্লীর লিচুতলায় দাফন করা হয়।