ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন সহ এক য্বুককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
গতকাল বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় একটি আম বাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ প্রান্ত(২১) পাবনা জেলার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে। আজ শুক্রবার সকালে সোনামসজিদ বিওপিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আরো জানান, কয়লাবাড়ি ট্রাাক স্ট্যান্ড এলাকায় আম বাগান দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় অস্ত্র পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা তল্লাশী করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ আব্দুল্লাহ প্রান্তকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।