এস এম শফিকুল ইসলাম : জয়পুরহাটে দিনব্যাপী ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। মঙ্গলবার (২৯ আগষ্ট) জয়পুরহাট প্রেসক্লাবের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অ্যাডভান্সিং লোকাল ইলেকট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ফ্যাক্ট চেকিং বিষয়ে এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টারনিউজ। প্রশিক্ষণে ভুয়া তথ্য, ভিডিও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বিশদ আলোচনা করা হয়। সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ। কর্মশালায় ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন সাংবাদিক আব্দুল আলীম। এসময় উপস্থিত ছিলেন বাংলাভিশন প্রতিনিধি আবু বকর সিদ্দিক, একুশে টেলিভিশন ও আজকের বাংলাদেশের এস এম শফিকুল ইসলাম, দৈনিক করতোয়া প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ, প্রথম আলোর রবিউল ইসলাম রুবেল, গাজী টিভি প্রতিনিধি খ ম আব্দুর রহমান রনি, বৈশাখী টিভির এরশাদুল বারী তুষার, দীপ্ত টিভির মাসুদ রানা, বনিক বার্তার মাশরেকুল আলম, দৈনিক মানব কন্ঠের আবু মুসা ।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক।