জয়নাল আবেদীন : রংপুর মহানগর যুবলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে রংপুর মহানগর যুবলীগ। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ যুবলীগের নেতৃবৃন্দরা।এ সময় মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মহানগর যুবলীগ রাজপথে থাকবে। আগামীতে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে মহানগর যুবলীগ। পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় দ্বিগুন গতিতে মহানগর যুবলীগের কার্যক্রম এগিয়ে যাবে।উল্লেখ্য, সম্মেলনের চার বছর পর চলতি পহেলা সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে বহাল রেখে রংপুর মহানগর যুবলীগের কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ### ০৫–০৯–২৩