মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeসারাবাংলাইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদণ্ড

ইয়াবা সেবনের দায়ে ২ তরুণের কারাদণ্ড

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীল সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ২ তরুণকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাদেরকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লাল মিয়া বাড়ির মো.বাবুলের ছেলে আবুল হোসেন খোকন (২০) একই ওয়ার্ডের কাঠপট্রি এলাকার মৃত আহসান উল্যার ছেলে আবদুর রহমান বাবু (২৩)।

শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালের দিকে নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাঠপট্রি এলাকায় অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে ইয়াবা সেবন করার সময় দুই যুবককে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়োজিদ বিন আখন্দ শুনানি শেষে ও দুই তরুণকে ৫শত টাকা জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments