জিএম মিন্টুঃ যশোরের কেশবপুর সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্তর হতে র্যালী নিয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করা হয়। র্যালী শেষে পরিষদের হল রুমে ইউপি
সচিব প্রভাত কুমার সিংহ এর সঞ্চালনায় পরিষদের চেয়ারম্যানের
সভাপতিত্বে এক আলোচনা সভা অনিষ্ঠত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় পর্টির কেশবপুর উপজেলা শাখার সভাপতি জি এম হাসান, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি এম এ রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম ,শেফালি বেগম, মাসুদা খাতুন, ইউপি সদস্য মোঃ আব্দুস সবুর, মোঃ আব্দুল মান্নান গাজী, শেখ আসাদুল্লাহ, মোঃ সামসুর রহমান, মোঃ আঃ সাত্তার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, ফারুক হোসেন, মোঃ আজিজুর রহমান, ইউনিয়ন পরিষদের উদোক্তা অসিম কুমার, দফাদার জুয়েল, মনিরুদ্দীন বিশ্বাসসহ শিক্ষক প্রতিনিধি, ইউনিয়নের বিভিন্ন পর্যায়েরর জনসাধারন,স্কুল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদে ১৭সেপ্টেম্বর হতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধ,ওয়ারেশ সনদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদসহ বিভিন্ন প্রকার প্রত্যয়ন নন স্টপ সেবা চালু থাকবে।