ওসমান গনিঃ কুমিল্লার চান্দিনায় ওসমান সিকদার (১১) নামে এক মাদরাসাছাত্রের মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ সেপম্বর) সকাল ৭টায় উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামে এ ঘটনা ঘটে। আগের দিন থেকে নিখোঁজ ছিল ওসমান।
ওসমান শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের সালাউদ্দিন সিকদারের ছেলে। এটি অপমৃত্যু নাকি হত্যা তা নিশ্চিত করতে পারেনি কেউ।
নিহতের দাদা মো. জয়নাল আবেদীন জানান, গতকাল (মঙ্গলবার) থেকে ওসমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে মসজিদের ইমাম গোসল করতে গেলে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে। চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দিন খাঁন বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।