বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪র্থ বাংলা লোকনাট্য উৎসব ‘২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারভুক্ত সংগঠন পূরবী থিয়েটার এ উৎসবের আয়োজন করে। ‘ভোর হলো’ ও ‘যুগান্তর স্বজন সমাবেশ’ এর সহযোগিতায় ২৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারি কলেজের সহকারি অধ্যপক মাহবুবুর রহমান মিলন। এতে স্বাগত বক্তব্য রাখেন, পুরবী থিয়েটারের সাধারন সম্পাদক সাংবাদিক মুমীদুজ্জামান জাহান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক আসমত আলি, কাজী শওকত, আতিক সিদ্দিকী, কামরুন নাহার লাকী প্রমুখ।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগীতি , ভাওয়াইয়া, লালনগীতি ও পল্লীগীতি পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বায়েজিদ হোসেন, কাজী তপন, আব্দুল মতিন, রেজোয়ান আহমেদ, থানার ওসি নজরুল ইসলাম প্রমুখ । এছাড়া নাট্য উৎসবে নৃত্য পরিবেশন করেন, শাহজাদপুর নৃত্য একাডেমি, নৃত্যলোক, অভিজ্ঞা নৃত্য একাডেমি ও পুরবী নৃত্য একাডেমির শিল্পীবৃন্দ। শেষে ‘ডাক্তার না কসাই ‘ নাটিকা পরিবেশন করেন শাহজাদপুর থিয়েটারের শিল্পীবৃন্দ। লোকনাট্য উৎসবে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সঙ্গীতানুরাগী সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।