জয়নাল আবেদীন্ঃ রংপুর মেট্রোপলিটন চেম্বার আয়োজনে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেনে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি (এমপি)। রংপুর মেট্রো চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান (বিপিএম, পিপিএম) অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ডব্লিউ এম রায়হান শাহ, মেট্রো চেম্বার পরিচালক আলী আহমেদ চাঁদ, নুরল ইসলাম পটু, আতাউজ্জামান মওলা, রংপুর জেলা যুবলীগের নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি । ফিতা কেটে, বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাসব্যপী মেলায় ১১১টি স্টল রয়েছে যা সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে।