এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালীর কলাপাড়া সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে তাদের ধন সম্পদের দেবী লক্ষীমা। তাই ধনসম্পদ লাভের আশায় দেবীকে তুষ্ট করতে প্রতি ঘরে ঘরে তার পুজাঁ করা হয়। আর এ পুজা প্রতিবছর কার্তিক মাসের পূর্নিমা তিথিতে লগ্ন অনুসারে অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সেই কাঙ্ক্ষিত দিন কার্তিক মাসের পূর্নিমা তিথি। এই দিনে পটুয়াখালী কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বী প্রতিটি ঘরেই উদযাপিত হচ্ছে লক্ষীমা পূজা। শনিবার সকালে নারায়ন পূজার মধ্যদিয়ে লক্ষীপূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় ঘরের মেঝেতে আলপনা ও লক্ষীর পায়ের ছাপ দিয়ে সাজিয়ে তোলা হয় প্রতিটি ঘরের চারপাশ। এর পর রাতে কলা বউ সাজিয়ে পুরোহিতের মাধ্যমে ফুল,বেলপাতা,ধূপ,দ্বীপ,ফল ও মিষ্টি সহ নানা উপকর দিয়ে দেবীর সামনে ভোগ সাজিয়ে আরাধনা করা হয়। এসময় লক্ষ্মীর পাঁচালী ও মন্ত্র পাঠের মাধ্যমে পুজার আরম্বরতা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
প্রসাদ হিসেবে ভক্তদের নারকেলের নাড়ু চিড়া ও খৈয়ের মোয়া সহ পল ও মিষ্টি জাতীয় খাদ্য পন্ন প্রদান করা হয়। পুজার রাতে প্রতিটি ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলন ও সনাতনী বাচ্চারা ফানুস উড়িয়ে,বাজিফাটিয়ে এবং নানা আলোক সজ্জার মাধ্যমে পূজার আনন্দ উপভোগ করে। এই দিন রাতে ভক্তরা একে অন্যের বাড়িতে পুজার প্রসাদ খাওয়ার মধ্য দিয়ে সকলের মধ্যে এক সম্পৃতির বন্ধনে মিলিত হয়। এভাবেই আনন্দ উপভোগের মাধ্যমে সনাতনীদের প্রতিটি ঘরেই মা লক্ষীমা দেবী পুজিত হয়।