প্রদীপ অধিকারীঃ দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একটি বিশাল র্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র্যালী পরবর্তী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মঞ্জুরুল শহীদ মঞ্জুর সভাপতিত্বে বারোয়ারী চত্ত্বরে এক তারুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক মিন্নুর, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রিংকু, যুবলীগ নেতা আনিছুর রহমান শিপনহ সহ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।