শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeসারাবাংলাজামায়াত নেতা দূর্বৃত্তের বটির আঘাতে নিহতের খবর শুনে বন্ধু জামায়াত কর্মীর হৃদক্রিয়া...

জামায়াত নেতা দূর্বৃত্তের বটির আঘাতে নিহতের খবর শুনে বন্ধু জামায়াত কর্মীর হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু

জয়নাল আবেদীন ঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াত নেতা ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মাহবুবুর রহমান (৫৪) চিহ্নীত মহলের লেলিয়ে দেয়া দূর্বৃত্বের বটির আঘাতে নিহত হয়েছেন।

এদিকে ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানের হত্যার সংবাদ পেয়ে তারঁ ঘনিষ্ঠ বন্ধু একই উপজেলার বাহাদুরপুর গ্রামের জামায়াত কর্মী রফিকুল ইসলাম ঐ রাতে হার্ট এটাক করে মৃত্যু বরন করেন।

রোববার রাত ৯টার দিকে নিজের ঔষুধের দোকান বন্ধকরে বাড়ি যাওয়ার সময় তাঁকে উপজেলার পায়রাবন্দ বাজারে এই আঘাত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ সময় উপস্থিত জনতা খুনীকে হাতে নাতে আটক করে।

প্রত্যক্ষদশী এবং এলাকাবাসীরা জানায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ মাহবুবার রহমান মাদকসেবির বটির আঘাতে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ওই যুবককে আটক করে উত্তেজিত জনতা বিচার দাবি করলে পুলিশ,ডিবি এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রচেষ্টায় দীর্ঘ দুই ঘন্টা পর উদ্ধার করে মিঠাপুকুর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে তার বন্ধু বাহাদুর পুর গ্রামের জামায়াতের কর্মী রফিকুল ইসলাম (৫৭) হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেন। চেয়ারম্যান মাহবুবার রহমান এবং রফিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় পায়রাবন্দ তথা মিঠাপুকুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীয় ও স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ বাজারস্থ চেয়ারম্যানের মেসার্স মডেল মেডিকেল ষ্টোর নামে একটি ঔষধের ফার্মেসী ছিলো। ইউনিয়ন পরিষদের দাপ্তরিক এবং রংপুর মডেল কলেজের সহকারী ক্লার্কের কাজকর্ম শেষে অবসর সময়ে তিনি প্রতিদিন ওই ফার্মেসীতে সময় দিতেন।

ঘটনার দিন রবিবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় তিনি প্রতিদিনের মতো তার ঔষধের ফার্মেসী বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ১০ হাত দুরে সামনে হত্যাকারীর ভাই হাকিমের দোকানের সামনে পৌছিলে পিছন দিক থেকে হত্যাকারী হারুন (৪৩) তার ভাইয়ের দোকানের মাছ কাটার ধারালো বটি নিয়ে পিছনে চেয়ারম্যানের উপর অতর্কিত হামলা চালায়, চেয়ারম্যান কিছু বোঝার আগেই ডান পাশের গলা বরাবর হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। এতে তার গলার অনেকাংশে কেটে যায়। দ্বিতীয়বার আবারো গলায় কোপ দিলে তিনি সেটি হাত দিয়ে প্রতিহত করেন এবং হাতের কব্জি পর্যন্ত কেটে যায়। এমতবস্থায় আত্মরক্ষার্থে তিনি দৌড়ে গিয়ে তার দোকানের সামনে গিয়ে পড়ে যান এবং স্থানীয়রা দ্রুতগতিতে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত আনুমানিক ১০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।

চেয়ারম্যানের উপর হামলার খবর পেয়ে দ্রুত গতিতে মিঠাপুকুর থানা পুলিশ এবং রংপুর জেলা ডিবি পুলিশ সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাতার ঘটনাস্থলে ছুটে যান। একই সঙ্গে ইউনিয়ন এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে।

ঘটনার পরই পায়রাবন্দ বাজারের ব্যবসায়ি ও স্থানীয়রা হামলাকারী হারুন মিয়াকে আটক করে এবং তার ভাই হাকিম মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। মূহুর্তেই খবর চারদিক ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে হত্যাকারীর শাস্তির দাবিতে উত্তেজিত হয়ে পড়ে এবং চেয়ারম্যানের অনুসারীরা কান্নায় ভেঙ্গে পড়েন। প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রশাসনের প্রচেষ্টায় হামলাকারীকে নিজ জিম্মায় নিতে সক্ষম হয় পুলিশ।

হত্যাকারী ও পুলিশের বক্তব্য অনুযায়ী যে কারনে এই হত্যাকান্ড হত্যাকারী পায়রাবন্দ ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত- আজিমের ছেলে। হত্যাকারী একজন পেশাদার মাদক সেবী ছিলেন। তিনি তার বড় ভাই হাকিমের মাছের দোকানে সহযোগী হিসেবে মাছ কর্তন এবং মাছ বিক্রি করতেন। হত্যাকারী হারুন তার স্ত্রী সন্তানদের খবর নিতেন না। বেশ কিছুদিন আগে তার স্ত্রী সন্তান তাকে ছেড়ে চলে গেলে সে একটি সালিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিয়েছিলেন। অভিযুক্ত মাদকসেবী হওয়ায় তার সার্লিশ চেয়ারম্যান কর্নপাত না করায় সম্ভবত এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানাজা এবং লাশ দাফন- চেয়ারম্যান মাহবুবার রহমানের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট মর্টেম শেষে (সোমবার) দুপুর আনুমানিক ১ঃ৪৫ মিনিটে তার পায়রাবন্দ বাজার সংলগ্ন বাড়িতে আসলে এলাকায় শোকের মাতম পড়ে যায়। পূর্ব ঘোষিত জানাজার নামাজের জন্য বিকাল ৩ টার পূর্বেই পায়রাবন্দ বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ও কলেজ মাঠে হাজার হাজার মানুষের ঢল নামে। মানুষের উপস্থিতি স্কুল মাঠ ছাড়িয়ে রাস্তার গিয়ে দাঁড়ায়। এরপর বিকাল-৩ঃ২০ মিনিটে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান, জাকির হোসেন সরকার, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান সহ রংপুর জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি-মাওলানা-এনামুল হক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এসময় এই নৃশংস হত্যাকান্ডে জড়িতদের বিচার চেয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। পরে জাফরপুর গ্রামের বাড়িতে তার পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পূর্ণ হয়।

রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী জানান, অপরাধী পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সব সম্ভবণা মাথায় রেখে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে হামলার খবরে তাৎক্ষণিক পায়রাবন্দ বাজারে আসে মিঠাপুকুর রংপুর পীরগঞ্জের এএসপি ডি সার্কেল আবুল হাসান,মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।মিঠাপুকুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ প্রচেষ্টায় হামলাকারীকে নিয়ে যেতে সক্ষম হয় মিঠাপুকুর থানা পুলিশ।

রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন , হত্যাকারী স্বাভাবিক মানুষ নয। তাকে দেখে পাগল টাইপ ও পাগলের মত মনে হচ্ছে । ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments