শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeসারাবাংলাময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪

বাংলাদেশ প্রতিবেদক: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ অ্যান্ড তাজ পরিবহনের বাসটি শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। আর বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে এবং বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহত ২০ যাত্রীকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments