সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
Homeসারাবাংলা‘শয়তানের নিশ্বাসে বশীভূত’ হয়ে স্বর্ণ খোয়াচ্ছেন নারীরা

‘শয়তানের নিশ্বাসে বশীভূত’ হয়ে স্বর্ণ খোয়াচ্ছেন নারীরা

বাংলাদেশ প্রতিবেদক: নড়াইলে এক ধরনের হ্যালুসিনেশন ড্রাগ ব্যবহার করে অভিনব পদ্ধতিতে নারীদের কাছ থেকে স্বর্ণ ও অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। স্থানীয়রা বলছেন, এই ড্রাগের প্রভাবে ভুক্তভোগীরা নির্দিষ্ট সময়ের জন্য স্বল্পকালীন স্মৃতি ও স্বাভাবিক জ্ঞানবুদ্ধি হারান। সেই সুযোগে প্রতারকেরা মানুষটিকে নিয়ন্ত্রণে নিয়ে তাদের ইচ্ছা মোতাবেক যেকোনো কাজ করিয়ে নিতে পারে।

নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা সরদার মিজানুর রহমানের স্ত্রী শামীমা ইয়াসমিন রেবা বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কাঁচাবাজার থেকে ফিরছিলাম। এ সময় ১৫-১৬ বছরের এক কিশোর আমার কাছে এলো। সে বলল তার বাড়ি বরিশাল। এরপর তার বয়সী আরও দুইজন এলো। পরে কী হলো কিছু বুঝলাম না। আমার কাছে যা যা চাইল, দিয়ে দিলাম। আমার স্বর্ণের চুড়ি, গলার চেইন, মোবাইল সব নিজে ছেলেটিকে দিয়ে দিলাম।’

শহরের পুরোনো বাজার এলাকার বাসিন্দা রেবেকা বলেন, ‘গত ১৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে আমার বাড়িতে এসে এক নারী পানি খেতে চান। আমি তাকে পানি দেওয়ার পরই বশীভূত হয়ে গেলাম। যা যা জিজ্ঞেস করল সব বলে দিলাম। তখন কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম। পরে যখন স্বাভাবিক হলাম তখন সব মনে পড়ল। আমি নিজ হাতে তাকে ২ লাখ ২০ হাজার টাকা দিয়েছি। আমি নিজের সর্বনাশ নিজের হাতে করেছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, শামীমা ও রেবেকার মতো আরও অনেকে এই প্রতারকদের শিকার হয়েছেন। যে হ্যালুসিনেশন ড্রাগ ব্যবহার করে মানুষকে ঘোরের মধ্যে ফেলে বশ করা হচ্ছে, তাকে নড়াইলের সাধারণ মানুষ ‘শয়তানের নিশ্বাস’ নামে অবিহিত করছেন। তারা বলছেন, ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে প্রথমে মানুষটিকে ‘বশ’ করা হয়। পরে ঘোরের মধ্যে থাকা মানুষটির মূল্যবান সোনাদান ও অর্থ হাতিয়ে নেয় চক্রটি।

স্থানীয় একটি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র বিশ্বাস বলেন, ‘‘কিছু ড্রাগ রয়েছে যেগুলো প্রয়োগ করে মানুষের মন সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রতারকেরা হ্যান্ডশেক, খাবার ও চিরকুটের মাধ্যমে এটি টার্গেটকৃত ব্যক্তির ওপর প্রয়োগ করে। এছাড়া স্প্রের মাধ্যমে বাতাসে ছড়িয়ে নাকে যাওয়ার ব্যবস্থা করে। যেকোনোভাবে মানবদেহে প্রবেশ করিয়ে দিতে পারলে মস্তিষ্ক প্রাথমিক স্মৃতি ধারণের ক্ষমতা হারায়। মানুষটি তার স্বাভাবিক চেতনা হারিয়ে ফেলে। এ ধরনের ড্রাগের মধ্যে স্কোপোলামিন অন্যতম, যা ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিশ্বাসে’ নামে পরিচিত।’’

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মোসাইফুল ইসলাম বলেন, ‘এ ধরনের প্রতারণার ঘটনা ঢাকায় বেশি ঘটে থাকে। সম্প্রতি নড়াইলেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছি। অপরাধী চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments