বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাইয়ে সাঈদ আলম (২৮) নামে তরণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাঈদ আলম দক্ষিণ সোনাপাহাড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
সাঈদের ভাই মঞ্জুর আলম জানান, ৫ আগস্ট বিকেল থেকে সাঈদ আলমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। থানায় কর্মকর্তা না থাকায় সেখানেও যেতে পারেননি। মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার একটি পাহাড়ের নিচে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পায়। সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। লাশের চেহারা বিকৃত হয়ে গেছে; তবে গায়ের জামাকাপড় দেখে ভাইয়ের লাশ চিহ্নিত করেছেন।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ভাই মঞ্জুর আলমকে লাশ বুঝিয়ে দিয়েছেন। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা হবে। একই থানার ওসি আব্দুল্লাহ আল হারুনের ভাষ্য, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।