বাংলাদেশ প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়ি পৌঁছে জিয়ারতে অংশ নেন বিএনপি মহাসচিব।
এরপর তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ।
পরে তিনি জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সমাবেশের স্লোগান ছিল ‘ধর্মে-বর্ণে বিভেদ নয়, আমরা সবাই বাংলাদেশী’।
এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, হাবিব উন নবী খান সোহেল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, সদস্য সচিব সহযোগী অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।